Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25ব্যবহারকারিদের জন্য নতুন ফিচার যোগ করতে যাচ্ছে ইউটিউব। এর ফলে এখন ব্যবহারকারিরা তাদের চ্যানেলে টেক্সট, লাইভ ভিডিও, ইমেজ আর জিফ যোগ করতে পারবেন।
ইউটিউব-এর পক্ষ থেকে বলা হয়েছে, “সম্প্রতি চালু করা কমিউনিটি ট্যাব এখন আপনাকে দর্শকদের সঙ্গে সহজে যোগাযোগ আর নিজস্ব মতামত প্রকাশে আরও সহায়ক হবে।”
বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের এই নতুন ফিচার ভিডিও নির্মাতাদের একটি ছোট অংশের জন্য পরীক্ষামূলকভাবে চালু করেছে।
বিবিসি জানিয়েছে, আপডেট করা ফাংশনগুলো অক্টোবর থেকে সবার জন্য সহজলভ্য হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
“কমিউনিটি আমাদের গ্রাহকদের জন্য বিশেষ এক ‘রিলিজ’ হবে। এটি আপনাদের সবার সহযোগিতায় এই ফিচার আমাদের জন্য অনন্য এক নির্মাণ হবে”- নিজেদের ব্লগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়।
এর আগে ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে সব সংযোগকে এনক্রিপশন করার সিদ্ধান্ত নেয় ইউটিউব। ফলে সেপ্টেম্বরে ব্রাভিয়া টিভিতে ইউটিউব সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
চলতি বছর জুলাইয়ে গুগল প্রধান সুন্দার পিচাই জানান, তারা ইউটিউব ব্যবহারকারীদের আরও উন্নত ভিডিও সেবা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন। আর এর আগে জুনে মোবাইল ফোনের জন্য লাইভ স্ট্রিমিং অ্যাপ চালু করে তারা।