দায়িত্ব অবহেলায় ফৌজদারহাট রেলওয়ের ২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত। দায়িত্বে অবহেলার অপরাধে ফৌজদারহাট রেলওয়ে স্টেশন মাস্টার সঞ্জিব দাশ ও ট্রেন কন্ট্রোলার শহিদুল আনোয়ার কে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। ডিটিও ফিরোজ ইফতেখার সাময়িক বরখাস্ত না করায় এ সিদ্ধান্ত গ্রহণ করে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার এ শর্তে রেলওয়ে পুর্বাঞ্চলের এক কর্মকর্তা জানান, শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরো বলেন, ফৌজদারহাট স্টেশন মাস্টার সঞ্জিব দাশ ও ট্রেন কন্ট্রোলার শহিদুল আনোয়ারের দায়িত্বে গাফেলতির বিষয়টি আমরাও জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে ডিটিও ফিরোজ ইফতেখারও তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। তাই ডিটিও কে কারণ দর্শানো নোটিশ দেয়া হতে পারে।
উল্লেখ্য, গত বুধবার ফৌজদারহাট ও পাহাড়তলীতে ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে কোন যাত্রী হতাহত না হলেও ১০ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল।