Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kতিনি শুধু তামিম-সাকিব-সৌম্যদের শিক্ষক নন; নিজেও এসেছেন পরীক্ষা দিতে। দেড় মাসের পরীক্ষা। দরজায় কড়া নাড়ছে পরপর দুটি সিরিজ। এতটুকু সময়ে শিষ্যদের ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে পারলে স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে বিসিবি। সুতরাং টাইগারদের পাশাপাশি ব্যাটিং পরামর্শকের সামনেও কঠিন চ্যালেঞ্জ।
এই কঠিন চ্যালেঞ্জ জয় করার একটা কার্যকর উপায় বের করেছেন সামারাবিরা। তিনি ব্যাটিং কৌশলের পাশাপাশি প্রাধান্য দিতে চান ব্যাটসম্যানেদর মানসিকভাবে এগিয়ে রাখতে। প্রধান কোচ হাথুরুসিংহের ‘ভয়-ডরহীন ক্রিকেট’-এর মন্ত্রটিকেই তিনি সাব্বির-রিয়াদদের মাথায় আরও কঠিনভাবে গেঁথে দিতে চান।
সামারাবিরা বলেন, “ব্যাটসম্যানদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোতেই বেশি জোর দেব। মানসিকতা নিয়ে কাজ করার জন্য এই সময় যথেষ্টই। টেকনিক্যাল দিক থেকে আমি দেখেছি গত দেড় বছরে ওরা অনেকটা বদলে গেছে। আমি আপাতত মানসিকতার উন্নতি নিয়ে কাজ করব।”