Fri. Oct 17th, 2025
Advertisements

arrested-police-bdজামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে রোববার রাতে পৌর এলাকার আরামনগর বাজার ও বাউসি বাজার থেকে পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল কাঠিয়ারবাড়ি গ্রামের অসীমের ছেলে খোরশেদ আলম খুশু (৪৫), বাউসি দক্ষিণপাড়ার কাদেরের ছেলে মাজম (৩০), বাউসি বাঙ্গালীপাড়ার দেলোয়ারের ছেলে জুয়েল (২৮), কাদেরের ছেলে কামাল (২৭) ও দুলালের ছেলে জুলহাস (২৮)। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।