Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road-accident-bdকুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক চাপায় মটর শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছে। ভুরুঙ্গামারী থানা পুলিশ জানায়, সোমবার সকালে ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী একটি ট্রাক (রংপুর ট-১১-০২৩৬) জয়মনিরহাট বাজারের নিকট বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ সদস্য ও মটর শ্রমিক নেতা সুরুজ্জামান সুজা (৪২) কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । নিহত সুজা উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মুক্তি যোদ্ধা আজিজুল হকের পুত্র। ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ভুরুঙ্গামারী থানা পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক রাখা হয়েছে।