ভোলাহাটে পানিতে ডুবে এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার দলদলী গ্রামের কৃষি বিদ নুরুজ্জামানের চার বছরের ছেলে শিশু ফরিদ বাড়ীর পাশে মাছ ছাড়ার জন্য করে রাখা চৌবাচ্চায় পড়ে পানিতে ডুবে যায় সোমবার। পারিবারিক সূত্র জানায়, এদিন বেলা ১১টার দিকে শিশুটির বড় বোন স্কুল থেকে এসে চৌবাচ্চার দিকে তাকালে ছোট ভাই ফরিদের মৃতদেহটি ভেসে থাকতে দেখে বাড়ীর লোকজনকে খবর দেয়। পরে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি ৫টার সময় পরিবারিক করস্থানে দফন করা হয়। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।