Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67উপমহাদেশে বলিউডের বাজার বিস্তৃত রয়েছে পুরো ভারত উপমহাদেশেই। তার মধ্যে পাকিস্তানও অন্যতম। তাই বলিউডও কৌশলে বিভিন্ন ছবিতে পাকিস্তানি জনগণের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে থাকে। অবশ্য মাঝে মধ্যে তুচ্ছ তাচ্ছিল্যও করেছে। তবে পাকিস্তানি দর্শক বরাবরই বলিউডের ছবিতে মজে ছিলো। বলিউডের তারকারাও কখনো পাকিস্তান নিয়ে কুমন্তব্য করে না; যতোই রাজনৈতিক শীতলতা থাকুক দুই দেশের মধ্যে।

কিন্তু সাম্প্রতিক কাশ্মিরের উড়িতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় জওয়ান নিহত হওয়ায় ফুঁসে উঠেছে ভারতীয় প্রশাসন। আর এ উত্তাপ থেকে বাদ যাননি বলিউড তারকারাও।
পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের খোলামেলা ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বলিউড কিং শাহরুখ খান, অক্ষয় কুমারসহ আরো নামি দামি তারকা। অমিতাভ বচ্চন নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের উচিত পাকিস্তানকে এ হামলার সমুচিত জবাব দেয়া।’
তার আগে ঘটনার দিনই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সালমান খান লিখেছেন, ‘অন্যায় মৃত্যু কখনোই সমর্থনযোগ্য নয়। যদি এই হত্যায় পাকিস্তান জড়িয়ে থাকে তার জবাব ভারতের দেয়া উচিত।’
অক্ষয় কুমার বলেছেন, ‘অনেক হয়েছে, পাকিস্তানকে এবার থামানো উচিত।’ আরেক তারকা বিজেন্দ্র কুমার তো বলেই বসেছেন, ‘পাকিস্তান যদি এবার যুদ্ধ চায় তবে তাই হোক।’
ধারণা করা হচ্ছে, এমন পরিস্থিতিতে ভাটা পড়বে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও। বলিউড তারকাদের এমন মন্তব্যের জেরে বলিউডের ছবির প্রদর্শনীও বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তানে।