Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানি নিষ্কাশন পথরোধ করে বাঁধ দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রবি শষ্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিপাতেই পানি আটকে জলবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন পুরো গ্রামবাসী।

শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মাঠের জমিতে পানি নিষ্কাশনের পাইপ লাইন এক শ্রেণির স্বার্থান্বেসী মহল বন্ধ করে দিলে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই গ্রামের মৃত আপ্তর উদ্দিনের ছেলে ওয়াসিম, রাশিদ সহ তার আতœীয় স্বজনরা নিজেদের সুবিধার্থে বিগত ১৫ দিন যাবত ধরে পাইপ লাইন বন্ধ করে দেয়। এ নিয়ে গ্রাম পঞ্চায়েত বাসীর বাধা নিষেধ উপেক্ষা করে দুস্কৃতিকারীরা পাইপ লাইন খুলে না দিলে বর্তমানে চরম ভোগান্তিতে রয়েছেন রবি শষ্য চাষীরা। উঠতি ফসলি জমিতে পানি ঢুকে গাছের গোড়ায় ইতোমধ্যে পঁচন ধরতে শুরু করেছে। দ্রুত পানি নিষ্কাশনের বিষয়ে কার্যকরি পদক্ষেপ না নিলে ক্ষতির মুখে পড়বে পুরো গ্রামের কৃষকরা।

রাউলী গ্রামের সবজি চাষী রবিউল আওয়াল জানান, আমার ২ কেদার আবাদ কৃত রবি শষ্যের ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নীচ থেকে পঁচন ধরতে শুরু করেছে। অনতি বিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপে পাইপ লাইন খুলে না দিলে গ্রামের অসংখ্য কৃষকদের কষ্টের ফসল বিনষ্ট হয়ে যাবে।

গ্রামের কৃষক আব্দুস শাহিদ, আবু বকর জানান, আব্দুল আজিজ বলেন, পাইপ লাইন বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বর্তমানে ফসলি জমিতে হাঁটু সমান পানি রয়েছে। খুলে না দিলে কপাল পুড়বে কৃষকদের।