Wed. Sep 17th, 2025
Advertisements

2kখোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬:ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, হিংস্রতা ও প্রকৃতিবিরোধীদের বিরুদ্ধে বাঙালি জাতি আবারো ঐক্যবদ্ধ হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নটরডেম নেচার স্টাডি ক্লাব আয়োজিত ৭ম জাতীয় পরিবেশ উৎসব-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

ভূমি মন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের দেওয়া তাঁর ভাষণে সারা পৃথিবীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাস, হিং¯্রতা, প্রকৃতি ও মানবিকতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করার জন্য বিশ^বাসীর কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সবুজ বিপ্লব গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধ্বংস হওয়া এদেশের কৃষি, বন, ভূমি, নদ-নদী, পাহাড় পর্বত ও জীববৈচিত্র্যকে রক্ষা করে একটি সুন্দর উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি বলেন, আজ সারা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এ ঐক্যবদ্ধের মাধ্যমেই জঙ্গিদের আজ গুড়িয়ে দেওয়া হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন প্রকৃতি প্রেমিক মানুষ। বঙ্গবন্ধু এদেশে ক্ষুধা নিবারণে প্রথম সবুজ বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন। পরে মন্ত্রী নেচার স্টাডি ক্লাব আয়োজিত ন্যাচার অলিম্পিয়াড, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফী, কনফ্যাব সেমিনার, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ডেপুটি চীফ কনজারভেটর ড. তপন দে, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক সেলিনা হোসেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বনবিভাগের কনজারভেটর অসিত রঞ্জন পাল বক্তব্য রাখেন।