Fri. Sep 19th, 2025
Advertisements
indexখোলা বাজার২৪, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬: দুই যুযুধান প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শুরু হয়ে গেল সামরিক শক্তি প্রদর্শনের মহড়া। দু’পক্ষেরই সাজ সাজ রব। বস্তুত ভারত ও পাকিস্তান উভয়পক্ষই যুদ্ধদামামা বাজিয়ে স্নায়ুর লড়াইয়ে নেমে পড়েছে। একদিকে ভারত প্রত্যাঘাত করতে পারে এই আতঙ্কে আজ পাকিস্তান ইসলামাবাদ-লাহোর হাইওয়ের উপর যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে। জাতীয় সড়ক বন্ধ করে মহড়া চলেছে। পাকিস্তানের এই প্রক্সি হুঁশিয়ারির মধ্যেই ভারত দিয়েছে কড়া বার্তা। সীমান্তে সেনা মোতায়েন তথা অস্ত্র সরবরাহের মাত্রা বাড়িয়ে দেওয়া হচ্ছে। নর্দার্ন এবং ওয়েস্টার্ন কমান্ডকে টলহদারি দ্বিগুণ করতে বলা হয়েছে। আজই আবার ফ্রান্সের থেকে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া সম্পাদন করেছে ভারত।