খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: : মুন্সিগঞ্জের কেওয়ার নিবাসী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও প্রাক্তণ সৈনিক (১৬০০৩৯৩) লা: নায়েক (ওআরডব্লিউ) মো: গোলাম রসুল খান এখন অমানবীক জীবন যাপন করছে। গোলাম রসুল খান ১৯৬৬ সালের ১১ জুলাই সেনাবাহিনীতে ভর্তি হয়ে ১৫ বছর চাকুরী করেন। স্বাধীনের পরেও বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৮১ সালের ১৮ জুলাই তিনি অবসর গ্রহণ করেন। কিন্তু ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। স্থানীয় সকলে এবং তার স্ত্রী, সন্তানরা তন্ন তন্ন করে খুজে কোথাও তাকে পাননি। পরবর্তীতে তার অবসরভাতা উত্তোলনের জন্য তার স্ত্রী মিসেস উম্মে সালমা আবেদন করলে আবেদন মঞ্জুর হয় এবং নিয়মিতভাবে পেনশনের টাকা উত্তোলন করেন।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নিখোঁজ হওয়ার ১০ বছর পর ২০০২ সালের ১৮ মার্চ বাড়িতে অলৌকিকভাবে ফিরে আসেন। দু:খের সংবাদ হলো তার স্ত্রী উম্মে সালমা ৩০ নভেম্বর ২০১৫ সালে মৃত্যু বরণ করেন। ফলে পেনশনের টাকা আর উত্তোলন করতে পারছেন না।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মো: গোলাম রসুল খান পেনসনের টাকা উত্তোলন করতে না পারায় বাড়িতে এখন মানবেতর জীবন যাপন করছেন। তার সাথে কথা বলার সময় তিনি জানান, তার স্ত্রীর মৃত্যুর পর থেকে তার ঘুম হয় না। এখন পেনশনের টাকাও তুলতে পারছেন না। কি করবেন দিশেহারা হয়ে তিনি পাগল প্রায়।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গোলাম রসুল খান মানবেতর জীবন যাপন থেকে যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করবেন প্রশাসন এমনটিই আশা করছেন তিনি ও তার ছেলে।