খোলা বাজার২৪,রবিবার,২৫ সেপ্টেম্বর ২০১৬: প্রথম ওয়ানডেতে জয়ের জন্য আফগানদের সামনে ২৬৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বড় জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফগানদের শুরুটা ভালোই হয়েছে যদিও তাসকিনের প্রথম ওভারে মোহাম্মদ শেহজাদের একটি সহজ ক্যাচ ছেড়েছেন ইমরুল কায়েস। এছাড়া পঞ্চম ওভারের পঞ্চম বলে শাবির নুরের আরেকটি ক্যাচ মিস করেন রুবেল হোসেন।
প্রথম ৫ ওভার শেষে বিনা উইকেটে ২০ রান তোলে সফরকারীরা। এরপরই ভয়ঙ্কর হয়ে ওঠেন মোহাম্মদ শেহজাদ। তাসকিন-মাশরাফিদের ওপর চড়াও হন এই ব্যাটসম্যান। তবে খুব বেশি ক্ষতিকর হবার আগেই শেহজাদকে ফেরান বাংলাদেশ অধিনায়ক।
২১ বলে ৩১ রান করে শেহজাদ আউট হবার পরের ওভারে সফরকারীদের আরেকটি ধাক্কা দেন সাকিব আল হাসান। শাবির নুরিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৯ রান। ব্যাট করছেন হাশমতউল্লাহ শাহিদি (৪১) ও রহমত শাহ (৪৬)।