খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: দিনাজপুরের ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী পৌরসভার আয়োজনে ট্রেইনিং অন ইউজিআইএপি পেজ-২ এর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ২৫শে সেপ্টেম্বর রবিবার দিনাজপুরের ফুলবাড়ী জিএম পাইলট উ্চচ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী পৌরসভার আয়োজনে ট্রেইনিং অন ইউজিআইপি পেজ-২ এর কর্মশালা উদ্ভোধন করেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক। কর্মশালায় ইউজিআইএপি পেজ-২ বাস্তবায়নে ফুলবাড়ী পৌরশহর সমন্বয় কমিটির টিএলসিসি সদস্যদের দায়দায়িত্ব বিষয়ে দিনব্যাপী ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ট্রেইনিং অন ইউজিআইএপি পেজ-২ এর প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার জিআইসিডি-পিএমও নবীদেপ এর মোঃ গোলাম কিবরিয়া।
শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ফুলবাড়ী পৌরসভার হাফেজ মোঃ সামিদুর রহমান। গীতা পাঠ করেন ভক্তি কুমার সাহা। শুরুতেই বক্তব্য রাখেন রিজিওনাল টিম লিডার জিআইসিডি নবিদেপ এর মোঃ বজলুর রহমান, পৌরসভা টিম লিডার জিআইসিডি নবিদেপ এর মোঃ কাওসার আলী, রিজিওনাল ইউপিএমএস জিআইসিডি নবিদেপ এর সাদেক মাহমুদ, রিজিওনাল সিএমএস জিআইসিডি নবিদেপ এর সৈয়দ শওকত আলী, মোঃ নজরুল ইসলাম, রিজিওয়ানল এমএএফএস জিআইসিডি নবিদেপ, কর্মশালায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার সচিব মোঃ মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় শহর সমন্বয় কমিটির সদস্য, এনজিও কর্মী, সুধিজন, নাগরিক সমাজ, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী এবং পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিক।