খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: নবগত জেলা প্রশাসক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীধর্ম নির্বিশেষে এদেশকে এগিয়ে নিতে হবে। ধর্ম যার যার দেশটি সবার। তাই আসুন সকলে মিলে কাঁদে কাঁদ মিলিয়ে ২০২১ মালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি লাভ করি।
গতকাল সোমবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভায় নবাগত জেলাপ্রশাসক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান প্রধান অতিথি সকল শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করে এসব কথা বলেন। অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন ব্চ্চাু, স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল আলম সরকার। অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রমজান আলী, ওসি রেজাউল করিম, ইউপি চেয়ারম্যানদের মধ্যে মনোয়ার হোসেন দুলু প্রমুখ।