Wed. Sep 17th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একপ্রকার বিচ্ছিন হয়ে পড়েছে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট। কয়কেদিনের টানা ভারী বর্ষণে বেড়ে গেছে পানি। তীব্র স্রোতে ভেসে গেছে বিকল্প সড়ক। দুকূলে ছাপিয়ে বইছে নহনা নদীর পানি। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জাউনিয়া হাটের সন্নিকটে নহনা নদীর ভেঙে ফেলা পুরাতন সেতুর পাশের বিকল্প সড়কের একাংশ ধ্বসে গেছে। রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। পানি ডিঙ্গিয়ে মানুষজন চলাচল করতে পারলেও বন্ধ হয়ে গেছে সকল প্রকার যানবাহন। লাহিড়ী হাটকে এই অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি বলা হয়। সেই লাহিড়ী হাটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয়দের অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এব্যাপারে উপজেলা প্রকৌশল কর্মকর্তা মাইনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃষ্টির পানি কমলেই বিকল্প বাইপাস রাস্তা আবার মেরামত করা হবে। ঠিকাদার মঈন ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও একই কথা বলেন আমাদের প্রতিনিধিকে। কয়েক মাস আগে ঝুকিপুর্ন হয়ে গেলে নহনা নদীর শত বছরের পুরনো সেতুটি ভেঙে ফেলা হয় এবং নতুন সেতু নির্মানের প্রাথমিক কাজ শুরু হয়। জনগণের অসুবিধা দূর করতে পশ্চিম পাশে একটি অস্থায়ী বিকল্প সড়কও তৈরি করে দেয় কর্তৃপক্ষ। তার কিছুদিন পর সড়কটি ভেঙে পড়লে মেরামত করা হয়। গতকাল থেকে সড়কটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবী জানান ঐ এলাকার মানুষ।