Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: ঝগড়া থামাতে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবীর গাজী (৩৭)। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে মুন্সিগঞ্জ শহরের খালইস্ট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় পলাশ মোল্লা নামে এক সন্ত্রাসীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
মুন্সিগঞ্জ ডিবির ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে খালইস্ট গ্রামের একটি বাড়িতে ভাড়াটিয়া জো¯œার কাছে মানিকপুর গ্রামের আব্দুল আজিজ তার ছেলে শুভকে বিদেশে পাঠানোর নামে নেয়া টাকা ফেরত চাইতে যায়। এ সময় জো¯œা ও আজিজ তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। হইচই শুনে ইউনিয়ন পরিষদের সচিব ঘটনাস্থলে ঝগড়া থামাতে বলেন।
এ সময় পলাশ ও তার সহযোগিরা সচিব হুমায়ুন কবিরের ওপর হামলা চালায়। আহত ইউপি সচিবের ভাই আশরাফুল ইসলাম লিটন গাজী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, যারা এ ঘটনা ঘটিয়ে তারা সন্ত্রাসী ও চাঁদাবাজ।