খোলা বাজার২৪, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬: অপহরণের অভিযোগে এক বাংলাদেশী ও মিয়ানমারের দুইজন নাগরিকসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার আদালত।
সোমবার মালয়েশিয়ার একটি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল হাফিজুদ্দিন রামলি এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন- মোহাম্মদ ইবরনি (৩৬), জয়নাল নয়ন (৩২), জাহাঙ্গীর আলম আবুল হাসিন, সাইফুল সোনা মিয়া ও বাংলাদেশী নাগরিক আকবর (২৬)।
জানা যায়, এই পাঁচ সদস্যের দল ৮ বাংলাদেশী নাগরিক ও ১ মিয়ানমার নাগরিককে অপহরণ করে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫০০০ রিঙ্গিত মুক্তিপণ দাবি করে।
গত ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে পেন্ডাংয়ের ৫১নং কাম্পোং আসাম জায়ার ব্লক সি পেরুমাহান অঞ্চল থেকে অপহরণ করা হয়। তাদের বয়স ছিল ২২ থেকে ৫১ বছরের মধ্যে।
আদালত সূত্র জানায়, পাচার মামলার আইন ১৯৬১ অনুযায়ী ৩টি ধারায় সাজা দেয়া হয়েছে।
আসামিপক্ষ ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল না করলে হাইকোর্টের অনুমতি নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হবে বলে জানা গেছে।