Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70kখোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬:  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি’র সঙ্গে গতকাল রাজধানীর ইস্কাটনে তাঁর কার্যালয়ে বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে রাশিয়াতে দক্ষ কর্মী প্রেরণের বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদান এবং যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতা ছিল অসামান্য। বর্তমানে রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে রাশিয়ার সার্বিক সহযোগিতার জন্য মন্ত্রী সে দেশের সরকারকে কৃতজ্ঞতা জানান। মন্ত্রী বলেন, রাশিয়ার মতো উন্নত দেশে সকল সেক্টরে দক্ষ কর্মী প্রেরণ করতে বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত। এ লক্ষ্যে বর্তমানে ৭০টি টিটিসির মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার ব্যাপারে রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের সরকারকে অনুরোধ জানান।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়া এবং কর্মীর স্বার্থ সুরক্ষার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে তাঁর দেশের সরকারকে অনুরোধ করবেন। উল্লেখ্য, ইতোমধ্যে বাংলাদেশ থেকে ২২৫জন কর্মীর জন্য রাশিয়ার একটি কোম্পানি থেকে চাহিদাপত্র এসেছে।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।