খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: ‘তথ্যই শক্তি: জানবো জানাবো দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যালী। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি এ কর্মসুচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউর রহমান, সিভিল সার্জন ডা: আব্দুস সালাম সহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, সনাক নের্তৃবৃন্দ সহ বিভিন্ন স্থরের মানুষ অংশ নেয়।
এছাড়া দিবসটি উপলক্ষে পুরাতন ডিসি কোর্ট চত্তরে অনুষ্ঠিত হচ্ছে তথ্য মেলা।