Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬: রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির লাশ গ্রহণ করেছে সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে লাশগুলো নিয়ে যাওয়া হয়।
ঢামেক সূত্রে জানা গেছে, কল্যাণপুরে জাহাজবাড়ির নিহত নয় জঙ্গির লাশ ঢামেক মর্গ থেকে গ্রহণ করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। লাশগুলো তিনটি পিকআপভ্যানে করে পুলিশ প্রহরায় জুরাইন কবরস্থানে নেওয়া হয়।
আঞ্জুমান মুফিদুল ইসলামের সূত্রে জানা যায়, জুরাইন কবরস্থানেই নয় জঙ্গিকে দাফন করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশে এবং তাঁদের তত্ত্বাবধানে মর্গ থেকে জঙ্গিদের লাশ দেওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মর্গ থেকে লাশগুলো পুলিশ প্রহরায় নিয়ে গেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াট। এতে নয় ‘জঙ্গি’ নিহত হয়।
ওই দিন ভোর ৫টা ৫১ মিনিটে এ অভিযান শুরু হয়। চলে এক ঘণ্টা।
অভিযানে হাসান নামের সন্দেহভাজন এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন স্টর্ম-২৬’। সোয়াটের বিপুলসংখ্যক সদস্য ভারী অস্ত্র ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে এ অভিযানে অংশ নেন।