Sun. Oct 26th, 2025
Advertisements

33খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে কেক কেটে পালিত হয়। গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন (পিবিজিএমএস)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী ও ২৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর একেএম হাসিবুল নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, মোঃ মোকছেদ আলী। ফুলবাড়ী ২৯ বিজিবির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলবাড়ী বিজিবির সৈনিকগণ, পদস্থ কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সুধিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সম্মানিত আমন্ত্রিত অতিথিদের জন্য এক প্রীতিভোজের আয়োজন করেন।