Tue. Oct 28th, 2025
Advertisements

36খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ২৯ সেপ্টেম্বর উপজেলার সামনে শত শত শ্রমিক উপজেলা চত্বরে চাঁদাবাজি বন্ধের দাবীতে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। চাঁদাবাজি জিয়াউল হক ও খোরশেদ আলমের অত্যাচারে সন্ধ্যাকুড়া, ফাকরাবাদ বালু মহলের খেঁটে খাওয়া শ্রমিকরা তাদের চাঁদাবাজি বন্ধ ও শাস্তির দাবিতে অভিযোগ তুলে মানব বন্ধনে বক্তব্য রাখেন, কেরামত আলী, হাসমত আলী, রুস্তম মিয়া প্রমুখ। পরে জেলা প্রশাসক শেরপুর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এক খানা অভিযোগ তুলে দেয়া হয় শ্রমিকের পক্ষ থেকে। উক্ত শ্রমিকদের কথা মনোযোগ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনেন। এ সময় চাঁদাবাজদের শাস্তি দাবী করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে আহবান রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম আমিরুজ্জামান লেবু, বনিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, শ্রমিক নেতা জয়নাল আবেদিন খাঁন, নূহ মিয়া, সাংবাদিক রাজু আহম্মেদ মহিরসহ প্রমুখ । এ ব্যাপারে অভিযুক্ত জিয়াউল হক জানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কারো চক্রান্তে শিকার হয়ে কিছু শ্রমিক দিয়ে আমার মানহানি করার জন্যে এ মানব বন্ধন করা হয়েছে। খোরশেদ আলমের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি ।