খোলা বাজার২৪, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ : জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বুরুজ মিয়া (৭৬), ফরিদ উদ্দিন (৫৫), শাহ আলম (৩২), হযরত আলী (০৮), শিউলী বেগম (২২) নামে ৫ জন নারী পুরুষ ও শিশু আহত হয়েছে। বাড়ী-ঘর হয়েছে। হলুদ বাগান, পেপে বাগান, কাঁঠাল গাছ ও কলা গাছ কেটে কুচি কুচি করে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে নরসিংদী সদর উপজেলা বদরপুর গ্রামে এ নারকীয় ঘটনাটি সংঘটিত হয়েছে।
জানা গেছে, একই গ্রামের বাবুল মিয়ার সাথে কিরন, ইব্রাহিম ও খলিল গংদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই পূর্ব বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল ৫ টায় কিরন মিয়া, ইব্রাহিম মিয়া, খলিল মিয়া, অলিউল্লাহ, কাউছার মিয়া, কাদির মিয়া, হিরন মিয়া, সোহাগ মিয়া, মরজান আলী, ইয়াকুব মিয়া, ইউসুফ মিয়াসহ ১০/১২জনের একদল দুর্বৃত্ত লাঠি সোঠা, লোহার রড, শাবল ও দা সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাবুল মিয়ার বাড়ীতে অনধীকার প্রবেশ করে তাকে ও তার ভাই- ভাতিজাদেরকে অক্থ্য ভাষায় গালাগাল করতে থাকে।
এ সময় বাবুল মিয়ার ভাই বুরুজ মিয়া, ফরিদ উদ্দিন, ভাতিজা শাহ আলম, নাতি হযরত আলী, ভাতিজার স্ত্রীর শিউলী বেগম এগিয়ে গেলে উল্লেখিত ব্যক্তিরা তাদেরকে এলোপাতারি মারধোর করতে থাকে। এতে উল্লেখিত ব্যক্তিগন মারাত্মক আহত হন। এসময় দুর্বৃত্তরা বাবুল মিয়ার বাড়ীতে ঢুকে তার বসত ঘরটিকে কুড়াল দিয়ে কুপিয়ে ফানা ফানা করে ফেলে। ঘরের ভিতর ঢুকে আসবাবপত্র ও তৈজষপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়। এরপর তারা বাড়ীর পাশে হলুদ বাগান কেটে কুচি কুচি করে ফেলে। এরপর একে একে কাঠাল গাছ, পেপে গাছ, কলা গাছ, মেহগনি, আম, লেবু ও পিয়ারা গাছ কেটে মাটিতে ফেলে দেয়। সবজীর বাচা ভেঙ্গে তছনছ করে ফেলে। তারা যাবার সময় শিউলী বেগমের গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং ঘরের ভীতর থেকে নগদ ৩৩ হাজার টাকাসহ বিভিন্ন তৈজসপত্র ও গৃহস্থালীর জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।