Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নিজেদের আওতায় থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিজেদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে । আকর্ষনীয় প্রবৃদ্ধি অর্জন এবং বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী কাজে লাগিয়ে লাভবান হওয়ার জন্য দক্ষিণ এশিয়া খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল ।

নয়া দিল্লীতে ওয়াল্ড ইকনোমি ফোরাম (ডব্লিওইএফ) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শ্রীলংকার প্রধানমন্ত্রী এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারি এবং মিডিয়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন ।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ফলপ্রসূ একটি একিভূত আঞ্চলিক অর্থনৈতি বলয় গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।

তিনি বলেন বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের মধ্যে হাইড্রো–ইলেকট্রিক ক্ষেত্রে সুদৃঢ় সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দেশসমূহের লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে । তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিতভাবে তাদের আয়ত্তে থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ।

পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুগান্তকারি সফলতা অর্জন করেছে । দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সূচকে বাংলাদেশের বিষ্ময়কর অগ্রগতি হয়েছে ।

আ হ ম মুস্তফা কামাল সম্মেলনের সাইড লাইনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া আইয়গের ভাইস চেয়ারম্যান অরবিন্দপানগারিয়ার সঙ্গে বৈঠক করেন । বৈঠকে তারা বাংলাদশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে অর্থ-বাণিজ্যখাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ।

উল্লেখ্য ওয়াল্ড ইকনোমি ফোরাম পাবলিক প্রাইভেট সহযোগিতার একটি আন্তর্জাতিক ফোরাম ।