Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬: যশোরের ঝিকরগাছা উপজেলায় রাহাজ্জান সরদার (৪০) নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার গদখালী বাজারে এ ঘটনা ঘটে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এর আগে গত ৫ জুলাই তার বড় ভাই হাসান সরদারকে গুলি করে আহত করেছিল সন্ত্রাসীরা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে গদখালী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রাহাজ্জান বাজারের একটি সেলুনিতে শেভ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে আসা হেলমেন্ট পরা দুই ব্যক্তি সেলুনিতে প্রবেশ করে ইউপি সদস্যকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। পরে ওই দুই যুবক দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা রাহাজ্জানকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। পরে তার লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, ‘একজনকে গুলি করা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো মারা যাওয়ার খবর আমি পাইনি।’