খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬: পঞ্চসার ইউনিয়নের এয়ার ক্লিনিকের সামনে থেকে টঙ্গীবাড়ির নাটেশ্বর গ্রামের আবুল হোসেন শেখের ছেলে আলম শেখ (৩৫) কে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। ডিবির এস.আই আব্দুল মোমেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার এয়ার ক্লিনিকের সামনে থেকে ৬৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আলম শেখের বিরুদ্ধে আরো ১টি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পঞ্চসার এলাকা থেকে বাবা নিয়ে যাওয়ার সময় টেম্পুতে টঙ্গীবাড়ির উদ্দেশ্যে রওয়ান হন। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। ডিবি পুলিশ গাড়ি থামিয়ে তার কাছে তল্লাশি করলে ৬৪ পিস ইয়াবা পাওয়া যায়। মাদক স¤্রাট আলম শেখকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে।