Sun. Oct 26th, 2025
Advertisements

দিনাজপুরের হাকিমপুর আবাসিক এলাকায় করাতকল, হুমকির মুখে জনস্বাস্থ্য খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  দিনাজপুরের হাকিমপুরে আবাসিক এলাকায় করাতকল স্থাপন করায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন কাজ হচ্ছে না। বীরদর্পে চালিয়ে যাচ্ছে কর্মকান্ড।
অভিযোগে জানা গেছে, উপজেলার দক্ষিন বাসুদেবপুরের জনবসতিপূর্ণ এলাকা সোনাপুর রোডে মো. মন্টু শেখ নামের জনৈক ব্যক্তি বন ও পরিবেশ মন্ত্রনালয়ের ২০১২ সালের গেজেটকে উপেক্ষা করে মসজিদ ও স্কুলের পাশে একটি করাতকল স্থাপন করেন। এ ব্যাপারে হাকিমপুর বিটের ফরেষ্টার সামসুল আলম বাদী হয়ে ২০১৪ সালে আদালতে মামলা দায়ের করে। মামলা নং-১১৯/১৪। মামলার প্রেক্ষিতে আদালত ১৫ এপ্রিল/২০১৫ করাতকলটি বন্ধের নির্দেশ দিলে পুলিশ তা বন্ধ করে দেয়। কিন্তু বন্ধের কিছুদিন পর মন্টু শেখ করাতকলটি ওই স্থান থেকে মাত্র ৫০ গজ দুরে পুরনায় স্থাপন করেন। সেই সাথে মন্টু শেখের ভাতিজা মাসুদ শেখ লাইসেন্সের জন্য আবেদন করেন। কিন্তু বন বিভাগ চরকাই রেঞ্জ কর্মকর্তা সরেজমিন তদন্ত না করেই মাসুদ শেখকে আবেদন প্রদানের জন্য বিভাগীয় সামাজিক বন কর্মকর্তার কাছে সুপারিশ করেন। তার সুপারিশে বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা করাতকলটির লাইসেন্স প্রদান করেন। বর্তমানে করাতকলটি জনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠায় শ্যালো মেশিনের কালো ধোঁয়া আর বিকট শব্দে পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
এ ব্যাপারে বন বিভাগের চরকাই বিটের রেঞ্জার গাজী মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, যেহেতু লাইসেন্স প্রদান করা হয়েছে। তাই মেয়াদ পর্যন্ত কিছু করার নেই। তবে করাতকল স্থাপনের বিধি লংঘনের বিষয়টি অবগত হয়েছি। আগামীতে নবায়নের জন্য আর সুপারিশ করবো না।