খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ : বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘টেকরেক্স’ নামের একটি প্রতিষ্ঠান আইফোন সেভেন নিয়ে এক অদ্ভুত পরীক্ষা চালিয়েছে। তারা আবহাওয়া বেলুনে বেঁধে একটি আইফোনকে ১ লাখ মিটার উচ্চতায় পাঠায়। আবহাওয়া বেলুনটি নিকট-মহাকাশের প্রান্তসীমার কাছাকাছি পৌঁছার পর আইফোন সেভেন তা থেকে বিযুক্ত হবার পর কী হয়, সেটা দেখাই তাদের মূল উদ্দেশ্য।
স্যাক্রামেন্টো-ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি এ নিয়ে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন মডেলের আইফোনটি নিয়ে আবহাওয়া বেলুনটি ১ লাখ মিটারের বেশি উচ্চতায় পৌঁছার জন্য ঊর্ধ্বপানে উড়ে চলেছে। এতো বেশি উচ্চতায় সাধারণত কোনো বেলুন পাঠানো হয় না। কেননা বিশাল উচ্চতাকে অনেকটা নিকট-মহাকাশের প্রান্তসীমা বলে গণ্য করা হয়।
ভিডিওটির সঙ্গে ‘টেকরেক্স’ একটি বর্ণনাও জুড়ে দিয়েছে। সেখানে বলা হয়েছে, আবহাওয়া-বেলুনটি উক্ষেপণস্থল থেকে উক্ষেপণকালে বিশাল এক জেটস্ট্রিমের সৃষ্টি হয়। এর সুবাদে বেলুনটি প্রায় তিন ঘণ্টা ধরে উপরে উঠতে থাকে। এরপর আশপাশের উঁচু পর্বতের চূড়ার ওপর একে নামিয়ে আনার জন্য আমরা আরো তিন ঘণ্টা ওকে আকাশে উড়তে দিই।
বেলুনটি হাওয়া বেলুন থেকে বিযুক্ত হবার পরও সামান্য আঁচড় ছাড়া এর তেমন কোনো ক্ষতি হয়নি। তবে বেলুনটি মাঝপথে আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ফলে ক্র্যাশ ল্যান্ডিংয়ের সময়টিকে রেকর্ড করা যায়নি।আইফোনের এহেন আচরণ এখনো তাদের কাছে স্পষ্ট নয়।