খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
বিপিএলের পর আসছে ২৬ ডিসেম্বর ওয়ানডে ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে লম্বা এই সিরিজ। এখানে বাংলাদেশ দলে ডাক পাচ্ছেন কে এই নতুন মুখ?
কদিন আগের কথা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সাথে ইংল্যান্ডের দ্বিতীয় প্রস্তুতিমূলক দু’দিনের ম্যাচ। সেখানে, ৫৩ রান দিয়ে চার উইকেট পেয়ে যান লেগ স্পিনিং অলরাউন্ডার তানভির হায়দার।
এবার আরও বড় মঞ্চে নিজেকে মেলে ধরার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এই খবর জানা গেছে।
আগামী ২৬ ডিসেম্বর ওয়ানডে ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে লম্বা এই সিরিজ। এর আগে অস্ট্রেলিয়ায় দিন দশেকের কন্ডিশনিং ক্যাম্প চান্দিকা হাতুরুসিংহের বাংলাদেশ দল। সেই ক্যাম্পে এই তানভির বাদেও থাকতে পারেন অনুর্ধ্ব ১৯ দলের হয়ে গত বিশ্বকাপ খেলা বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও পেসার হান্টের আবিস্কার এবাদত হোসেন।
জানা গেছে, কন্ডিশনিং ক্যাম্পে ২২ জন ক্রিকেটার নিয়ে যাবে বাংলাদেশ। মূলত দলটা হবে ২০ জনের। আর দলের পরিবেশটা বুঝে ওঠার জন্য থাকবেন দু’জন তরুণ ক্রিকেটার। দলের সাথেই অনুশীলন করে টিম কালচারটা ধরে ফেলতে পারবেন তারা।
এই ২০ ক্রিকেটারই টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন। আলাদা তিন ফরম্যাটের জন্য এদের থেকেই ১৫ জন করে ক্রিকেটার নিয়ে স্কোয়াড গঠন করা হবে।