Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

71খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
চট্টগ্রাম ফুটবল খেলোয়ার সমিতির আয়োজনে আগামী ৫ নভেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে কে এম এজেন্সী ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্ট ২০১৬।এ উপলক্ষে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব একরাম আফসার লিখিত বক্তব্য জানান আগামী ৫ নভেম্বর শনিবার থেকে চট্টগ্রাম এমএ আজিজ ষ্টেডিয়ামে শুরু হবে কে এম এজেন্সী ভ্যাটার্ন ফুটবল টুর্নামেন্ট ।প্রয়াত সাবেক ফুটবলারের নামকরনে ১২টি দল লীগ ভিত্তিতে ৪টি গ্রুপে ভাগ হয়ে এতে অংশ নিবে।চট্টগ্রামে অনুষ্ঠেয় ১ম বিভাগ ও প্রিমিয়ারে খেলা সাবেক খ্যাতিমান অবসরপ্রাপ্ত ৪০ বছরের খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছে। তরুনদের ক্রীড়া মুখী করার চেষ্টায় সদ্য জাতীয় পুরষ্কার প্রাপ্ত ফুটবলে ৩ জন ও ক্রিকেটে ২ জনকে সম্মননা দেয়া হবে জানান তিনি।এ ছাড়া মরনোত্তর ২ জনকে ফাইনালে সম্মাননা জানানো হবে জানান। সম্মননা প্রাপ্ত চট্টগ্রামের কৃতি খেলোয়াররা হলো (ফুটবল)আশীষ ভদ্র,সত্যজিত দাশ রুপু,সুনীল,(ত্রিকেট)মীনহাজুল আবেদীন নান্নু,আকরাম খান।মরোনোত্তর ফজলুর রহমান আরজু,দীলীপ বড়–য়া।

এসময় আবুল কাশেমের উপস্থাপনায় চট্টগ্রাম ফুটবল খেলোয়ার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ মান্নান,ট্রেজারার মনোয়ার হোসেন মুন্না,সহ সেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।