Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

dmp_logoখোলা বাজার২৪, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬ :  আগামী সোম ও মঙ্গলবার (৭ ও ৮ নভেম্বর) কোনো রাজনৈতিক দলকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেবে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছে। এ দুই দিনে একসঙ্গে অনেক দলকে সমাবেশ করতে অনুমতি দেয়ার সুযোগ নেই। তাই কোনো রাজনৈতিক দলকেই সমাবেশ করার অনুমতি দেয়া হবে না।
৭ নভেম্বর দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায় বিএনপি।
অপর দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছিলেন, ৭ নভেম্বর পালনে বিএনপিকে প্রতিহত করা হবে। এরপরই এ নিয়ে উত্তেজনা দেখা দেয়।
সবশেষ ডিএমপি থেকে কোনো রাজনৈতিক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার ঘোষণা এলো।