Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬:

মুন্সিগঞ্জ : পারিবারিক কলোহের জের ধরে মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে রুপ চাঁন মিয়া (৩২) নামের এক যুবক আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় মুনছুর আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রেজানা গেছে, গত- ৩ মাস আগে সদর উপজেলার চরকেওয়ারের সামসুল হুদার মেয়ে মৌসুমি আক্তার (২০) এর সাথে রুপ চাঁন মিয়ার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারনে সংসারে ঝগড়া লেগে থাকতো। এর মধ্যে গত ৫দিন আগে সংসার করবেনা বলে বাপের বাড়ীতে চলে যান স্ত্রী মৌসুমি। এ সব সইতে না পেরে স্ত্রীর সাথে অভিমান করে রবিবার সকাল ১১ টায় ঘরে আড়ার সাথে ফাস দেয় চানমিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত রুপ চান মিয়া শহরের দক্ষিন ইসলামপুরের আব্দুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তারপুর নৌ-ফাড়ি ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে সাথে ঘটনা স্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।