Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: নতুন পাওয়া ইমেইল তদন্তে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি বলে এফবি আইয়ের প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থীর অভিযোগ, গোয়েন্দা সংস্থা এফবি আই আগের বারের মতো আবারও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে দোষমুক্ত করে অন্যায় করেছে।
ডেট্রয়েটের শহরতলীতে এক নির্বাচনী প্রচারণা র‌্যালিতে ট্রাম্প দাবি করেন, কারচুপির মাধ্যমে হিলারিকে রক্ষা করা হয়েছে। এত অল্প সময়ে নতুন পাওয়া সাড়ে ৬ লাখ ইমেইল পরীক্ষা করা এফবি আইয়ের পক্ষে কিছুতেই সম্ভব নয়।
মিশিগানের স্টার্লিং হাইটসে সমর্থকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন,“হিলারি দোষী, সেটা তিনি জানেন, এফবি আই জানে, জনগণ জানে এবং ৮ নভেম্বর ব্যালট বাক্সে এর ন্যায়বিচার হবে কিনা তা এখন আমেরিকান জনগণের হাতে।”
গত ২৮ অক্টোবর হঠাৎ খুঁজে পাওয়া ইমেইলগুলোতে কোনো অপরাধের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি, সোমবার এমন একটি প্রতিবেদন প্রকাশ করে এফবি আই। প্রতিবেদনে জেমস কোমির বক্তব্য অনুযায়ী, বেশিরভাগ ইমেলই পুরনো। এফবি আই এজেন্টের একটি বিশেষ দল হিলারির সবগুলো ইমেইল তন্ন তন্ন করে খুঁজেও অপরাধের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তাই তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হচ্ছে না বলে কংগ্রেসকে দেয়া এক চিঠিতে জানান এফবি আই প্রধান।
নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে হিলারি বলেছেন, তিনি সবসময়ই জানতেন তিনি নির্দোষ প্রমাণিত হবেন।
৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এখন পর্যন্ত সর্বশেষ মতামত জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে ৪ থেকে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে এই ফল এফবি আইয়ের রিপোর্ট প্রকাশেরও আগের।