Thu. Oct 23rd, 2025
Advertisements

64খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:
বাংলাদেশে শিগগিরই হেলথ কেয়ার সিস্টেম চালু করার ইচ্ছা পোষণ করেছে ওবামা প্রশাসন। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) জানিয়েছে, বিশ্বব্যাপী হেলথ কভারেজের (ইউএইচসি) এমন উদ্যোগ বাংলাদেশে বৃহৎ আকারে হেলথ ইন্স্যুরেন্স কভারেজকে আরো এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশে সরকারি এবং বেসরকারি খাতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যেই এই কার্যক্রম শুরু হবে। চলতি মাসের গোড়ার দিকে বোর্ড এজেন্সি এনাউন্সমেন্ট (বিএএ) এ তথ্য প্রকাশ করেছে।
ওবামা প্রশাসন ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান এই দেশে একাধিক স্বাস্থ্যসেবার সহযোগী বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে। ২০১৭ অর্থবছরের মধ্যে এসব সেবামূলক কার্যক্রমে ২০৮ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এর মধ্যে ৪১ শতাংশ বা ৮৫ মিলিয়ন ডলারই খরচ হবে স্বাস্থ্য খাতে।
২০৩২ সালের মধ্যে স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সাহায্য সহযোগিতার প্রতিশ্র“তি দিয়েছে ইউএসএআইডি। এই প্রোগ্রামের আওতায় কম খরচে বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।