Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:

কুড়িগ্রাম : কুড়িগ্রামে ধর্মান্তরিত খৃষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ১০ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট দাখিল করেছে সদর থানা পুলিশ।
সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এম এ ফারুক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশীট জমা দেন।
আসামীরা হলেন জেএমবি সদস্য খাইরুল ইসলাম (২২), মোঃ শফিউল আলম (১৯), মুহাঃ নজরুল ইসলাম (২৬), মোঃ জাহাঙ্গীর (২৫), সাদ্দাম হোসেন ( ২০), মোঃ রিরাজুল ইসলাম (৩০), মোঃ গোলাম রব্বানী (২২), মোঃ হাসান ফিরোজ (২২), মোঃ আবু নাসির (২০) ও মোঃ মাহাবুব হাসান মিলন (২৮)।
মামলার ১০ আসামীর মধ্যে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ আসামী ইতিপুর্বে হোলি আর্টিজানে খাইরুল ইসলাম, শোলাকীয়ার ঘটনার আসামী হিসেবে নান্দাইলে মোঃ শফিউল আলম এবং রাজশাহীতে মুহাঃ নজরুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হয়। বাকী ৩ আসামী এখনও পলাতক রয়েছে।
আটককৃতরা হলেন, মোঃ মাহাবুব হাসান (২৮), মোঃ আবু নাসির (২০), মোঃ হাসান ফিরোজ (২২) ও মোঃ গোলাম রব্বানী (২২)।
উল্লেখ্য, গত ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাত ভ্রমনের সময় নিজ বাড়ীর সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খৃষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এসময় হত্যাকারীরা ককটেল ফাটিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।