Fri. Oct 24th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬:39
বিপিএল চতুর্থ আসরের প্রথম ম্যাচেই হেরেছে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে তামিমের চিটাগং ভাইকিংসের বিপক্ষে ২৯ রানে হেরেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের প্রথম ম্যাচে আজ টস হেরে আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬১ রান করেছে চিটাগং। ১৬২ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩২ রানে থেমে যায় কুমিল্লার ইনিংস। ফলে এ ম্যাচে ২৯ রানে জয় পেয়েছে চিটাগং ভাইকিংস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম উইকেটের পতন হয়। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ডোয়াইন স্মিথের বলে এনামুল হকের হাতে ধরা পড়েন কুমিল্লার ওপেনার ইমরুল কায়েস (৬)। এরপর ব্যাট হাতে কুমিল্লার হয়ে আক্রমনাত্মক হয়ে উঠতে থাকেন ওয়ানডাউনে নামা মারলন স্যামুয়েলস।
তবে বিপদ হওয়ার আগেই স্যামুয়েলসকে ফেরান আবদুর রাজ্জাক। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দলীয় ৩৬ রানের মাথায় তাসিকন আহমেদের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন স্যামুয়েলস। আউট হওয়ার আগে ১৮ বলে ২৩ রান করেন তিনি। এরপর আফগান বলার মোহাম্মদ নবীর শিকার হন কুমিল্লার ওপেনার লিটন দাস। ১৮ বল মোকাবেলায় ১৩ রান করে চট্টগ্রামের উইকেট রক্ষক এনামুল হকের হাতে ধরা পড়েন তিনি।
দলীয় ৫৮ রানের মাথায় মোহাম্মদ নবীর দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আসহার জাইদি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মুর্তজার দ্বিতীয় বলেই চার হাঁকিয়ে রানের খাতা খোলেন চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল। তামিম ও ডোয়াইন স্মিথ মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৩৬ রান। স্মিথকে (৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন ইমাদ ওয়াসিম।
এরপর দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি বেঁধে ৩২ বলে ফিফটি তুলে নেন তামিম। কিন্তু এর পরেই বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন এই বাঁহাতি। ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন তামিম। খানিক বাদে বিজয়ও (২২) রানআউট হয়ে বিদায় নেন।
তবে চতুর্থ উইকেটে জহুরুল ইসলাম ও শোয়েব মালিক ৬.৫ ওভারে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটিতে দলকে লড়াকু পুঁজি এনে দেন। ২৮ বলে ২টি করে চার ও ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন মালিক। ২১ বলে ৩টি চারে অপরাজিত ২৯ রান করেন জহুরুল।
গত ৪ নভেম্বর বিপিএলের পর্দা উঠলেও আজ থেকেই ব্যাটে-বলের লড়াই শুরু হলো। বৃষ্টির কারণে প্রথম তিন দিনের খেলা ভেস্তে যায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল:
মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আল-আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, মারলন স্যামুয়েলস।
চিটাগং ভাইকিংস দল:
তামিম ইকবাল, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, আব্দুল রাজ্জাক, জহুরুল ইসলাম অমি, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, তাইমাল মিলস।