
বুধবার বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমেরিকার নির্বাচনে হিলারি ও ট্রাম্পের মধ্যে অনেক বাকযুদ্ধ হয়েছে। কিন্তু এরপরও তারা জনগণের রায়ের অপেক্ষা করেছেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তৃতীয়বারো বিনাভোটে নির্বাচিত হতে চাচ্ছেন। তবে আমেরিকার নির্বাচন থেকে শেখ হাসিনা শিক্ষা নিলে সত্য কথা বলবেন এবং দ্বিধা ও লজ্জিত হবেন।
আমেরিকা নির্বাচন থেকে প্রধানমন্ত্রী শিক্ষা নিলে বাংলাদেশের নির্বাচনও জনগণের তাদের অভিমত দিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশ প্রসঙ্গে রিজভী বলেন, আগামী ১৩ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আমরা গণপূর্ত মন্ত্রনালয় ও পুলিশের কাছে অনুমতি চেয়েছি। প্রত্যাশা করছি, এবার আমরা অনুমতি পাবো। কারণ আমরা খোঁজ নিয়ে দেখেছি ১৩ নভেম্বর অন্য কোন সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানের জন্য আবেদন করেনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ- দফতর সম্পাদক মনির হোসেন প্রমুখ।