Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, বুধবার, ৯ নভেম্বর ২০১৬ :
জনগণের ভোটে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার বিকেলে খালেদা জিয়ার পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
ফল ঘোষণার পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং হিলারি ক্লিনটনও।
নির্বাচনের শুরু থেকে জনমত জরিপগুলোতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও আজ শেষ হাসি হাসলেন রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
২৮৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের শুরুতে গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে জিতে ডোনাল্ড ট্রাম্প লড়াইয়ে এগিয়ে যান। তবে হিলারি প্রবল পরাক্রমে এগিয়ে আসেন। এরপর ট্রাম্পের জয়জয়কার দেখা যায়।