Tue. Oct 28th, 2025
Advertisements

4খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ :
মেক্সিকোর হিডালগো রাজ্যের তুলানচিঙ্গো শহরে এক ফুটবল প্রতিযোগিতায় লাল কার্ড দেখে রেফারিকে খুন করেছে এক খেলোয়াড়। এক অপেশাদার ফুটবল প্রতিযোগিতায় রুবেন রিভেরা ভাজকুয়েজ নামের এক ফুটবলার রেফারির মুখে ঢুঁশ মারলে এই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।

গত রোববার মেক্সিকোর হিডালগো রাজ্যের তুলানচিঙ্গো শহরে চলছিল স্থানীয় একটি অপেশাদার ফুটবল প্রতিযোগিতা। সেখানে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করায় লাল কার্ড দেখানো হয়েছিল রুবেন রিভেরা ভাজকুয়েজ নামের এক ফুটবলারকে। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অপেশাদার এই ফুটবলার। রাগ সামলাতে না পেরে মাথা দিয়ে ঢুঁশ মেরেছিলেন রেফারির মুখে। তাতেই ঘটে যায় অনাকাক্সিক্ষত এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান রেফারি ভিক্টর ত্রেজো। মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। কিন্তু মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রেফারি। অবস্থা বেগতিক দেখে ঘাতক ফুটবলার দ্রুত বেড়িয়ে যান মাঠ থেকে। স্টেডিয়ামের বাইরে থাকা একটা ট্রাকে উঠে চলে যান ধরাছোঁয়ার বাইরে।
বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অপরাধী ধরার দায়িত্ব দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পলাতক অবস্থায় ছিল সেই ঘাতক ফুটবলার।