জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে বিশেষ আদালতে এসে পৌঁছান।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, বকশিবাজারে বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হাজিরা দিবেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আগমন ঘিরে দলটির নেতাকর্মীরা আদালত এলাকায় জড়ো হন।
আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অন্য তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।
অপরদিকে, ২০০৮ সালে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ এনে দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এ দুটি মামলাই বর্তমানে ওই বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে।