আগামীকাল মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ভালোবাসাপুর’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এখলাস আবেদিন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত জুটি মনিরাজ ও আর্ণা। সারা দেশে ৪০টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নবাগত নায়ক মনিরাজ খান।
প্রথম ছবি নিয়ে নবাগত মনিরাজ বলেন, ‘অনেক কষ্ট করেছি ছবিটির জন্য। গল্পের সঙ্গে নিজেকে তৈরি করেছি সময় নিয়ে, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ কিছু করতে। আশা করি, দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করবে।’
ছবিতে নিজের চরিত্র নিয়ে মনিরাজ আরো বলেন, ‘ছবিতে আমি ইউনিভার্সিটির ছাত্র। কিন্তু নায়িকার সঙ্গে আমার সম্পর্কটা ভালো নয়। আমরা একে অপরকে দেখতে পারি না। কারণ, নায়িকা স্বপ্নে দেখেছে আমি মানুষটা খারাপ। অন্যদিকে, আমি একটি মেয়ের সঙ্গে ফেইক আইডি থেকে প্রেম করি। একসময় জানতে পারি, এই ফেইক আইডির মেয়েটিই আমার ইউনিভার্সিটির মেয়েটি। তার পর থেকে আমি তার প্রেমে পরে যাই। কিন্তু মেয়েটি আমাকে কিছুতেই পছন্দ করে না। একসময় আমি অ্যাক্সিডেন্ট করি। সবাই জানে, আমি মারা গেছি। এমন গল্প নিয়ে এগিয়ে যায় ছবি।’
মনিরাজ ও আর্ণা ছাড়া ছবিতে অভিনয় করেছেন সাদেক বাচ্চু, রেহেনা জলি, রেবেকা, সুব্রত, ববি, দুলারী, আমির সিরাজী, সুশান্ত, জ্যাকি, আলমগীর প্রমুখ।