Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬ :
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ১ কোটি ৫২ লাখ ডলার ফেরতের জন্য প্রস্তুত ফিলিপাইন। উদ্ধার হওয়া এই অর্থ এখন জমা রয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই টাকা এখন বাংলাদেশ ব্যাংকে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার এই খবর দিয়েছে ফিলিপাইনের অনলাইন সংবাদমাধ্যম ক্যাসিনো।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর উদ্ধার হওয়া ১৫ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার নির্দেশ দেয় ফিলিপাইনের আদালত।
ফিলিপাইনের বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, বাংলাদেশের অর্থ বাংলাদেশকে ফেরত দেয়ার কাজ আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এটা দারুণ খবর যে, ১৫ মিলিয়ন ডলার ফেরতের কাজ আমরা সম্পন্ন করতে পারলাম। এখন বাকি অর্থ ফেরানোর জন্য কাজ করতে হবে।’
গত বছরের ফেব্র“য়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১শ কোটি ডলার চুরির চেষ্টা করা হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হন হ্যাকাররা। ওই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেই অর্থ ক্যাসিনোতে চলে যায়। যার একটি অংশ ফিলিপাইনের সিনেটের কাছে ফিরিয়ে দেন ক্যাসিনো ব্যবসায়ী কিং অন। নানা পদক্ষেপের পর অল্প কিছু উদ্ধার হলেও বেশির ভাগ অর্থই উদ্ধার করা সম্ভব হয়নি।