Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, শনিবার, ১২ নভেম্বর ২০১৬:
গতকাল শুক্রবার দিনের শেষ চার বলে দুই উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় ভারত। আজ অবশ্য আদিল রশীদ, মঈন আলী ও জাফর আনসারীর কাছে অসহায় আত্মসমর্পণ করে স্বাগতিকরা। গতকালের ৩১৯ রানের সাথে ১৬৯ রান যোগ করেই অলআউট হয় টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি।

যা একটু লড়াই করলেন রবিচন্দ্রন অশ্বিন।শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে ৭০ রান করেন এই অলরাউন্ডার।
গতকালের ২৬ রানের সাথে আর ১৪ রান যোগ করেই আউট হন কোহলি। আদিল রশীদের বলে খেলতে গিয়ে হিট উইকেট হন ভারত অধিনায়ক।
ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই লজ্জার রেকর্ডে নাম লেখালেন কোহলি। এর আগে ১৯৪৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে হিট উইকেট হন লালা অমরনাথ। টেস্টে কোহলির আগে ২২জন ভারতীয় ব্যাটসম্যান হিট উইকেট হয়েছেন।
সর্বশেষটিও আজ থেকে ১৪ বছর আগে। ২০০২ ক্যারিবীয়দের বিপক্ষে মারভিন ডিলনের বলে হিট উইকেট হন ভিভিএস লক্ষণ। আউট হবার পর কোহলির যেন বিশ্বাসই হচ্ছিল না। প্যাভিলিয়নে ফেরার সময় বেশ বিমর্ষ ছিলেন এই ব্যাটসম্যান, বোঝাই যাচ্ছিল লজ্জার এই রেকর্ডটি কোনোভাবেই চাননি তিনি।
কোহলি বিদায় নেবার পর ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। তবে অন্যপ্রান্তে দাঁড়িয়ে একাই লড়াইটা চালিয়ে যান অশ্বিন। অলআউট হবার আগে ভারত সংগ্রহ করে ৪৮৮ রান। ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে ইংল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪২ রান করেছে সফরকারীরা।