Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প তাঁর ইশতেহারে উল্লেখ করা অঙ্গীকার নিয়ে টালবাহানা করছেন! এরই মধ্যে বিভিন্ন অঙ্গীকার থেকে দূরে হটা শুরু করেছেন তিনি।

সিএনএন অনলাইনের রোববারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যবিমা প্রকল্প ওবামাকেয়ার বাতিল করবেন না তিনি। অথচ নির্বাচনী প্রচারের সময় তিনি অঙ্গীকার করেছিলেন, ক্ষমতায় গেলে ওবামাকেয়ার বাতিল করে অন্য ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পরই ওবামাকেয়ার নিয়ে তিনি ভিন্ন আভাস দিয়েছেন।
মার্কিনিদের ব্যক্তিগত ইমেইলে গুপ্তচরবৃত্তির বিতর্ক নিয়ে নির্বাচনের আগে দ্বিতীয় বিতর্কে ট্রাম্প হিলারিকে হুমকি দিয়েছিলেন যে বিষয়টি আবার তদন্তের জন্য তিনি বিশেষ আইনজীবী নিয়োগ দেবেন। তবে নির্বাচনে জেতার পর এ বিষয়ে ট্রাম্পকে তেমন প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে না।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ করতে দেওয়া উচিত নয় বলে বক্তব্য দিয়েছেলেন ট্রাম্প। কিন্তু প্রার্থী ট্রাম্প ও নির্বাচনে জয়ী ট্রাম্পের মধ্যে ব্যাপক ফারাক দেখা যাচ্ছে।