খোলা বাজার২৪, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬:
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ ‘অবৈধ’ অভিবাসী বিতাড়িত করা হবে। খবর টেলিগ্রাফের।
রোববার এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতা গ্রহনের পর তার প্রথম কাজ হবে যুক্তরাষ্ট্রে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সব অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা এবং মেক্সিকো সীমান্তে প্রচীর নির্মাণ করা।
দেশটির সিবিএস টিভিকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন সন্ত্রসী বাহিনীর সদস্য ও মাদক ব্যবসায়ীসহ নানা ধরণের অপরাধ কর্মের সঙ্গে জড়িত আছে ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসী।
এসব অপরাধীর সবাইকে যুক্তরাষ্ট্র থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেয়া হবে। তবে ট্রাম্পের এ নীতির সঙ্গে দ্বিমত পোষন করেছেন রিপাবলিকান দলের এক শীর্ষ নেতা পল রায়ন।
রায়ন সবাইকে আশ্বস্ত করেন, অভিবাসী তাড়ানোর চেয়ে সরকার সীমান্ত সুরক্ষাকেই বেশি গুরুত্ব দেবে।