Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬: 31চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। সোমবার সকাল সোয়া ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকাতুল বারী, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, শাহনেওয়াজ পান্না, রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে পৌর নাগরিকদের বর্ধিত পৌর ট্যাক্স পুনঃনির্ধারণ, এক মাস ট্যাক্স সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্সের তথ্য ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান। তারা ট্যাক্স নিয়ে পৌর নাগরিকদের হয়রানি বন্ধেরও আহ্বান জানান।
বক্তারা আন্দোলনরত ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র সাথে সংহতি প্রকাশ করে তাদের আইনি সহায়তার আশ্বাস দেন।