Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

67 খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬:এসএইচএম এহসান, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে সিএনজি চালিত অটো রিক্সা চালকদের নিকট থেকে অতিরিক্ত চাদাঁ আদায়ের অভিযোগে চালকরা মঙ্গলবার সকালে থেকে ধর্মঘট পালন করছে।
সরিষাবাড়ী অটো চালকরা জানান, সরিষাবাড়ী ও জেলা সদরের সিরিয়াল মাষ্টারদের নিয়মিত চাঁদা দেয়া হয়। তারপরও সরকার দলের ছত্রছায়ায় জেলা সদরের ৩টি পয়েন্টে চাঁদা আদায় করা হচ্ছে। ওই তিনটি পয়েন্টে ২০ টাকা করে মোট ৬০ টাকা চাঁদা আদায় করা হয়। সিএনজি চালিত অটোরিক্সায় মাত্র ৫জন যাত্রী বহন করা যায়।
উপজেলা থেকে জেলা সদরের ভাড়া জনপ্রতি মাত্র ৫০ টাকা। সে হিসেবে ৫ জনের ভাড়া মোট ২৫০ টাকা। তা থেকে দৈনিক তাদের ৭০ টাকা শুধু চাঁদাই দিতে হয়। সারাদিন ৫০০-৭০০ টাকা রোজগার করে মালিককে ৫০০ টাকা দেয়ার পর নিজের পরিবার নিয়ে চলাতো দুরের কথা চালকদের তেমন কিছুই থাকে না। এ কারনে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
শুরুতে এ চাঁদার পরিমান ৩০ টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৭০ টাকা করায় চালকরা মঙ্গলবার এ ধর্মঘটের ডাক দেন। এ উপজেলা সদর থেকে প্রতিদিন প্রায় দেড় শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা বিভিন্ন রুটে চলাচল করে।
চাঁদা না কমানো পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে চালকরা জানান।