Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬:56 বাগেরহাট পৌরসভায় মেয়র খান হাবিবুর রহমানের আয়োজনে বাগেরহাট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। শহরের মানুষ গ্রামবাংলার এই খেলা দেখতে সকাল থেকেই বাগেরহাট স্টেডিয়ামে জড়ো হয়। সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এই খেলার উদ্ধোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেইল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মো. লিয়াকত হোসেন লিটন। উদ্ধোধনের পর বাগেরহাট স্টেডিয়াম মাটের দুটি কোটে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে দিনব্যাপী খেলা চলতে থাকে। বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিদন্ধীতাপূর্ন ফাইনাল খেলা ।

৮ দলীয় এই হা ডু ডু প্রতিযোগিতায় ৪-১ সেটে ডেমা ইউনিয়ন ম্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এফ আই এস এস স্পোটিং ক্লাব। সেরা খেলোয়াড়ের পুরস্কার পায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় তুহিন। বিকেলে বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা ও ট্রপি এবং রার্নাস আপ দলকে ৩০ হাজার টাকা ও ট্রপি প্রদান করেন। পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যানের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্ররিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান।