খোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬: প্রবাসী বাংলাদেশীদের সুযোগ-সুবিধা নিয়ে বাংলাদেশ গ্লোবাল সমিট-২০১৬ শিরোনামে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকে প্রথমবারের মত অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করেছে ইউরোপ প্রবাসীদের অধিকার ও নানা সমস্যা নিয়ে কাজ করা অ-মুনাভোগী সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।
সম্মেলনের চিফ কো-অর্ডিনেটর মাঈনুল ইসলাম নাসিম জানান, কুয়ালালামপুরের বার্জায়া টাইম স্কয়ার হোটেলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহিদুল ইসলাম সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তফা।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক আবেদ খান, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র প্রেসিডেন্ট এবং একুশে টিভি’র সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও নাঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহমেদ জুবায়ের, বাংলা ভিশনের হেড অফ নিউজ মোস্তফা ফিরোজ দিপু এবং জেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান, আমেরিকা প্রেসক্লাবের প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম খোকন, কবি লেখক ও কলামিষ্ট এবিএম সালেহ উদ্দিন, কলামিষ্ট শিকদার গিয়াস উদ্দিন, প্রকৌশলী ডা. সাইফুল খন্দকার, মাহমুদ হাজিফ প্রমুখ। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত কবি, সাহিত্যি, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সম্মেলনের শেষ দিন ‘কুয়ালালমপুর ডিক্লেরেশন’ নামে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের জন্য একটি দিক নির্দেশনা মূলক ঘোষণাও থাকবে। সমাপনী অনুষ্ঠানে রোববার বিকালে প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়া সরকারের পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাজরি আবদুল আজিজ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।