Fri. Oct 17th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:  আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এবং নতুন নির্বাচন কমিশন হচ্ছে। সুতরাং এ বিষয়টা রাজনৈতিক দলগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আগে যিনি রাষ্ট্রপ্রতি ছিলেন, তিনি সুন্দর ব্যবস্থা নিয়েছিলেন। নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছিলেন এবং এই বিষয়টা অনেক মহলেই গুরুত্ব পেয়েছিল।
শনিবর রাতে চ্যানেল আই-এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি এখন আবার নতুন করে আলোচনায় এসেছে। তবে এটা সংবিধান সম্মতভাবেই হবে। খালেদা জিয়া শুক্রবারের সংবাদ সম্মেলনের মাধ্যমে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। সেই বক্তব্য আওয়ামী লীগের নব নির্বাচিত নেতা ওবায়দুল কাদের প্রত্যাখ্যান করেছেন। আবার অনেকে বলছেন একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে যেহেতু একটি মত এসেছে সুতরাং এটা নিয়ে কিছু আলোচনা হোক।
গোলাম রহমান আরো বলেন, খালেদা জিয়া কয়েকটি প্রস্তাব দিয়েছেন। একটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে আলোচনার মধ্যমে একজন নির্বাচন কমিশনের বিষয়ে প্রস্তাব আসতে হবে। যতক্ষণ পযর্ন্ত না বড় রাজনৈতিক দলগুলো মন মত প্রার্থী হয় সেই পযর্ন্ত আলোচনা চালিয়ে যেতে হবে। এটা কিন্তু খুব সহজ কথা নয়, অনেকটাই অবাস্তব।